Uncategorized অন্য সফর

বাংলার মুখ- দ্বিতীয় পর্ব

অযোধ্যা পাহাড়ের রূপ অনেকেই দেখেছেন। আমরাও দেখেছি। তবে মুরগুমার রূপ দেখে আমরা মুগ্ধ। অযোধ্যা রেঞ্জেই পড়ে। অসাধারণ।

মুরগুমার প্রকৃতি। পাহাড়ের ওপর থেকে তোলা।

এমন সজীব রূপের সঙ্গেই রয়েছে রুক্ষ অযোধ্যাও। তা-ও সুন্দর।

পাথর খাদান।

২। মন্দির নির্মাণ শৈল্পীর নানা উদাহরণ ছড়িয়ে বাংলা জুড়ে।

বিষ্ণুপুরের প্রতীক।

মন্দিরনগরীর এক টুকরো।

কালনার নবকৈলাস। ১০৮ শিবমন্দির।

কালনার নবকৈলাস।

বিষ্ণুপুরের আরেক মন্দির।

৩। জঙ্গল প্রকৃতিও অনন্য। যেমন জয়পুরের জঙ্গলে।

বনচারী হতে সাধ যায়। এমন প্রকৃতি দেখে।

জঙ্গলের কাছেই রয়েছে এমন ছবি। দূষণের নল।

জয়পুরে ওয়াচ টাওয়ারের পাশে।

৪। নদীনালার দেশ বাংলাদেশ।

অসাধারণ সৌন্দর্য কুমারী নদী এবং কংসাবতীর সঙ্গমস্থল।

মুকুটমণিপুরে ছবিটি তুলেছেন ইন্দ্রজিৎ সাউ।

ট্রেন থেকে তোলা। মেদিনীপুরের পথে এক খাল।

ট্রেন থেকে তোলা। মেদিনীপুরের এক খাল। অনাড়ম্বর। অথচ সুন্দর।

৫। ঝাড়গ্রাম চিরকালের সুন্দর।

ঝাড়গ্রাম মানেই নয়নাভিরাম। স্থানে স্থানে মন কাড়ার হাতছানি।

কভারে ছবি- জয়পুরের জঙ্গলে। ছবি তুলেছেন শুভ বৈদ্য।

(চলবে)

Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *