ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

রামপ্রসাদ সেনের হালিশহরে

দুলালচন্দ্র দাস সকাল ৬:৩০ গাড়ি ছাড়ল আমাদের। ২৪-৩-২০১৫। আমরা বলতে আমার গ্রামের ভবদেব ঘোষাল, তাঁর স্ত্রী পলি এবং ওঁদের একমাত্র পুত্র অয়ন। আর ভবদেবের মেজ বৌদি ও এক প্রতিবেশিনী। গন্তব্যস্থল হালিশহরে আসাম বঙ্গীয় সারস্বত মঠ। ভবদেব ও পলি এই আশ্রমের দীক্ষিত। বর্ষশেষে আশ্রমে এঁদের কিছু করণীয় থাকে। যেমন কিছু বাৎসরিক প্রণামী জমা দেওয়া, আশ্রম প্রকাশিত […]