অন্য সফর বিশেষ ভ্রমণ

জীবনানন্দ দাশের ধানসিরি ডিমাপুরে!— শেষ পর্ব

জয়দীপ মুখোপাধ্যায় কিছু টুকরো অপ্রীতিকর ঘটনার উদাহরণ পাওয়া গেলেও সৌভাগ্যবশত, আমি যে এলাকায় এখন থাকি, সেখানকার পরিবেশ তুলনায় বেশ শান্ত। স্থানীয় মানুষের আধিক্যও কম। ফলে খাওয়াদাওয়ার অসুবিধাটা কিছুটা হলেও দূর হয়েছে। এই জায়গাটা যেন বিভিন্ন ধর্ম ও বর্ণের প্রবাসীদের মেলবন্ধন ঘটিয়েছে। ডিমাপুরের এই একটা জিনিস কিন্তু বেশ মন ভাল করে দেওয়ার মতো। এখানে প্রায় সমস্ত […]