অন্য সফর বিশেষ ভ্রমণ

পিকনিক টিকনিক

যথা ইচ্ছা তথা যা

জাঁকিয়ে শীত পড়েছে। তার ওপর বছরটাও শেষ হয়ে গেল। এখনই তো ফিস্টি-টিস্টি, পিকনিক-টিকনিকের আদর্শ সময়। দু’একদিনের জন্য বেরিয়েও পড়া যেতে পারে।

ঘোরাঘুরির কত জায়গা রয়েছে। চলে যান বিষ্ণুপুর। ইতিহাস দর্শন হবে। মাঝপথে দল বেঁধে কোথাও খেয়ে নিলে ফিস্টের মজাই মিলবে।

মন্দিরময় বিষ্ণুপুর।

ব্যান্ডেলে অনেক পিকনিকের জায়গা। আমাদের ভাল লেগেছিল রাজহাট। কুন্তি নদীর তীরে আম আর বাঁশবাগানে ঘেরা জায়গাটি অসাধারণ।

রাজহাটের আমবাগান।

চলে যেতেন পারেন জঙ্গলে পাহাড়ে। দল বেঁধে একদিনের জন্য নতুন বছরে মন একেবারে সতেজ হয়ে যাবে।

ঝাড়গ্রামের লালজল এলাকা। শীতের আগে খেজুর গাছে রস দেওয়ার প্রস্তুতি চলছিল তখন।

যাঁরা একটু গ্রাম বাংলা পছন্দ করেন তাঁদের জন্য তো রয়েছে বহু ছোটখাট চড়ুইভাতির জায়গা। গেলেই হল।

আমতার পসপুর। এটাই বাংলার মুখ।

রয়েছে ইতিহাস প্রসিদ্ধ গড় মান্দারণ। বঙ্কিমচন্দ্র যে জায়গাকে বিখ্যাত করেছিলেন।

গড় মান্দারন।

ভাল কাটুক নতুন বছর। ঘুরে বেড়ান। মন ভাল রাখুন। প্রকৃতির যত্ন করুন। প্রকৃতি আপনাকে ভাল রাখবে।

(সমাপ্ত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *