মালদা থেকে হিলি সীমান্ত, ভায়া মধুচক্র— কাঁটাতার পর্ব

দীপক দাস মধুচক্র পেরিয়েই দেখা হয়ে গেল আত্রেয়ীর সঙ্গে। নামে চেনা। মিষ্টি নামের একটা নদী। সুবীর তার খবর পাঠাত। মাজিদুর ছবি। বিগত যৌবনা আত্রেয়ীর একাকী বেঁচে থাকার খবর। চলায় বিভঙ্গ নেই। শরীরে জলজ ঔজ্জ্বল্য, উচ্ছ্বাস, কিছুই নেই। তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলে। চলে আন্দোলন। যেমন করে এখন পরিত্যক্ত বৃদ্ধ মা-বাবাকে রক্ষা করতে সামাজিক ভাবে উদ্যোগী … Continue reading মালদা থেকে হিলি সীমান্ত, ভায়া মধুচক্র— কাঁটাতার পর্ব