ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

শেষবারের মতো হীরাঝিল প্রাসাদে এলেন সিরাজ

ফারুক আব্দুল্লাহ মুর্শিদাবাদে নবাবদের স্মৃতিবিজড়িত বহু প্রাসাদ দেখেছি। বাসনা ছিল নবাব সিরাজ উদ দৌলার হীরাঝিল বা মনসুরগঞ্জ প্রাসাদ দেখার। সেই ছোটবেলা থেকেই শুনতাম, সিরাজের সেই প্রাসাদের কোনও অস্তিত্বই আর নেই। বহু বছর আগেই ভাগীরথীতে তলিয়ে গিয়েছে। প্রায় বছর ছয়েক আগে এক পরিচিত দাদার কাছে শুনেছিলাম, হীরাঝিল প্রাসাদ ধ্বংস হয়ে গেলেও প্রাসাদের ভিত আজও কিছুটা অক্ষত […]