পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

ছানা ফড়িংয়ের দল আর একমুঠো নিজস্ব নির্জনতা

রবিশঙ্কর দত্ত কুঞ্জবিহারীর প্রসিদ্ধ পাটালি আর খেজুরগুড়— পাকা দোকানঘরের গায়ে আঠায় সাঁটানো কাগজ। তাতে ছাপানো ওই একটি লাইন। চোখে পড়তে কাকভোরেই জিভের আড়মোড়া ভাঙতে লাগল। নরম সকালে বাঁশির সুরের মতো ভেসে গেল রসের গন্ধ। মাটি যত শুকনো হয়, খেজুর নাকি তত মিষ্টি হয়। মানুষের ক্ষেত্রে এমন হয়? কিন্তু এমন নাম যাঁর সেই মানুষটি, সেই কুঞ্জবিহারী […]