ইতিহাস ছুঁয়ে জঙ্গল যাপন বিশেষ ভ্রমণ

গনগনে বিদ্রোহের গনগনি, খুশির পরিমল কানন

নন্দিতা দাস গত ডিসেম্বরের কোনও এক মনমরা সন্ধ্যে। মঙ্গলবারের সাপ্তাহিক বৈঠক থেকে ফিরে অগ্রজ জানালেন ঘুরতে যাওয়া হবে। সবাই মিলে। গন্তব্য গনগনি। রীতিমতো উচ্ছ্বসিত হবার মতোই খবর বটে। সেই নবম/দশম শ্রেণিতে আবহবিকার ও ভূমিক্ষয় পড়তে গিয়ে গনগনির সঙ্গে পরিচয়। সেই পরিচয় আরও একটু গভীর হয়েছে বিশ্ববিদ্যালয়জীবনে মেদিনীপুরে থাকাকালীন। মেদিনীপুর স্টেশন থেকে বেরিয়ে যে পথে যেতাম […]