ইতিহাস ছুঁয়ে বিশেষ ভ্রমণ

হারানো রেলপথের খোঁজে দশঘরায়

দীপক দাস তালবোনা যাওয়ার রাস্তার দিকে আঙুল দেখিয়ে ভদ্রলোক বলছিলেন, ‘‘ওই যে হলুদ রঙের বাড়িটা দেখছেন, ওটাই তো রেললাইনের উপরে তৈরি।’’ বেরিয়ে পড়ো। কিন্তু রাস্তায় অবশ্যই কথা বলো। আমাদের দলের দুই নীতি। সেই নীতি যে কতটা কার্যকর তার প্রমাণ পেলাম ওই আঙুল দেখানোতেই। আমাদের কাছে অজানা এক ইতিহাসের দরজা খুলে দিয়েছিল সেই আঙুলটি। এবারের সপ্তমী। […]