পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

মহাভারতের গ্রামে যেতে মানা

দীপশেখর দাস “ভগবান বুলা রাহে হে। চলো কাল বদ্রীনাথ ধাম হি চলতে হে”— রাতে খেতে বসে বললেন দীনেশ স্যার। আচমকা এমন কথায় আমি আর নিকেশ তো প্রায় বিষম খাই আর কী! স্যর বেশ ঈশ্বরভক্ত। উত্তরাখণ্ডেরই লোক। চামোলি জেলার। তিনজনে ফুলের উপত্যকায় গিয়েছিলুম ওখানকার ‘ঘাসপুসের’ খবর অন্বেষণে (যেখানে ব্রহ্মকমল ফোঁটে দ্রষ্টব্য)। ফুলের উপত্যকার খুব কাছেই বদ্রীনাথ […]