পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

নাস্তিকের অমরনাথ দর্শন

ইন্দ্রজিৎ সাউ ধড়াম করে আওয়াজ আর জোরে ঝাঁকুনি দিয়ে গাড়িটা আস্তে হতেই সকলে সম্বিত ফিরে পেলাম। গল্পে মশগুল ছিলাম এতক্ষণ। সুব্রত সামনের সিটে। ও জানাল, দু’টো গরু রাস্তার পাশে ছিল। একটা রাস্তা পেরিয়ে যায়। অন্যটা দাঁড়িয়েই ছিল। গাড়ি সামনাসামনি আসতেই ঘুরে রাস্তার দিকে চলে আসে। ফলে ধড়াম। তখন সবে আমরা সন্তোষপুর আর দু’নম্বর সেতুর মাঝামাঝি। […]