জলযাত্রা বিশেষ ভ্রমণ

তিন নদী পেরিয়ে শুশুকের ডাইভ

নন্দিতা দাস বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে। জোড়া শিকে। ঘুরতে যাবার ডাক। তা-ও আবার বাইকে। একেবারে তেরো নদী না হোক, তিন তিনটে নদী পেরিয়ে। শুনে ইস্তক ‘মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতা’য় নাচছে। বহুদিন ধরে, বহু ঘ্যান ঘ্যান করে অবশেষে ক্যাপ্তেন সাহেব (গুরুমশাই) দলে নিতে রাজি হয়েছেন। ভাইস ক্যাপ্তেন সাহেব একটু গাঁইগুই করছিলেন বটে, তবে অবশেষে […]