অন্য সফর বিশেষ ভ্রমণ

বাংলার মুখ- প্রথম পর্ব

১। ছবি তিনটি পাঠিয়েছিলেন শঙ্খদীপ ভট্টাচার্য। বর্ধমানের কোনও গ্রামের ছবি। এবং বাংলার প্রকৃত মুখ এই ছবিগুলোই। ধান সিদ্ধ করছেন গ্রামের বধূ। এই ছবি আগে গ্রামে চাষি পরিবারগুলোর ঘরে ঘরে দেখা যেত। অনেকে চালকে করে জীবিকা নির্বাহও করতেন। ধান থেকে চাল তৈরির পদ্ধতিকে চালকে বলা হত। এখনও কোনও কোনও গ্রামে দেখা যায় ধান সিদ্ধের ছবি। ঘুঁটে […]