পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

জ্যোতিপাহাড়ি কথা

মৃন্ময় হোতা তখন আমাদের সবে যুবকবেলা। কেউ কেউ চাকরি পেয়েছি কিন্তু বেশির ভাগই বেকার। তারও আগে মাথা খেয়েছে রাহুল সংকৃত্যায়নের ‘ভবঘুরে শাস্ত্র’। ছেলেবেলায় আমাদের গ্রামের নবতিপর এক গ্রাম্য জ্যোতিষী দাদু্র মুখে শুনেছিলাম সুবর্নরেখার তীরে ‘গুহাপাল’ নাকি অতি চমৎকার জায়গা কিন্তু গরুর গাড়ি ছাড়া যাওয়ার উপায় নেই। পাশেই হাতির দাঁতের মত চকচকে ‘জ্যোতিপাহাড়ী’ । পাহাড়ের গুহায় […]