জঙ্গল যাপন বিশেষ ভ্রমণ

ঢাঙ্গিকুসুমে ধমক, হদহদিতে হন্যে

দীপক দাস ‘ছবি তুললে কেন?’ দীপুর ক্যামেরার শাটারের আওয়াজ শেষের সঙ্গে সঙ্গেই ক্ষেপণাস্ত্রের মতো ধেয়ে এল প্রশ্নটা। জনস্থান হলে, ইয়ে মানে পাবলিক প্লেস আরকী, এতক্ষণে আমাদের চারিদিকে ভিড় জমে যেত। তার পর? ছোটবেলায় টিভিতে রামানন্দ সাগরের রামায়ণ হত। তির-ধনুকের মহাযুদ্ধ। রাম একটা তির ছুড়ল। সেই তির বিরোধীদের কাছে পৌঁছতে পৌঁছতে রক্তবীজের মতো ঝাড়ে বংশে বেড়ে […]