জলযাত্রা বিশেষ ভ্রমণ

আড়বাঁশিতে মন ভাঙা ঢেউ— অন্য দিঘা

রবিশঙ্কর দত্ত বেশ সেজেছে দিঘা। অন্তত আমার মতো যাঁরা এক-দেড় দশক পরে বেলাভূমিতে দু’চার ঘণ্টা থিতু হওয়ার সুযোগ পাবেন, তাঁদের কাছে তো সবই নতুন। এ সাজ নিয়ে দু’রকম মত আছে। সে সব কিছু নিয়েই থাকে। আমার চোখে ভালই। তবে দিঘার রূপ-লাবণ্য বাঙালির তো মুখস্থ। আমার লেখা তা নিয়ে নয়ও। কর্মসূত্রে দিঘায় গিয়ে এই সাজ চোখে […]