পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

সিদ্ধেশ্বর পাহাড় থেকে ব্রিজ অন দ্য রিভার কাওয়াই

দীপক দাস ‘উঠে কী হবে?’ একটা করে পা বাড়াচ্ছি আর গুরুবাক্যটা মনের মধ্যে ভেসে উঠছে। গুরু মানে, সেই মালদার চাঁচলের রাজপুত্র থেকে কলকাতার চাতালের প্রিন্স। শিব্রাম চকরবরতী। শিব্রাম সারা জীবনই ভারী গেঁতো মানুষ। পাহাড়ে একদম উঠতে চাইতেন না। পাহাড় চড়ার কথা বললেই বলতেন, কী হবে উঠে? সেই তো নেমে আসতে হবে! আমারও সেই অবস্থা। সিদ্ধেশ্বর […]