পাহাড়িয়া বাঁশি বিশেষ ভ্রমণ

ঢের হয়েছে ঢেল—শেষ পর্ব

দীপশেখর দাস ফুট দশেক চওড়া নড়বড়ে একটি কাঠের সেতু। সেতু না বলে সাঁকো বলাই ভালো। একপাশের রেলিং ভাঙা। সাঁকোর নিচে দিয়ে তিরতিরিয়ে বয়ে চলা পাহাড়ি খরস্রোতা কিছুটা এগিয়ে গিয়ে ডানদিকে পাহাড়ের কোলে এক প্রবল বাঁক নিয়ে আমাদের দৃষ্টির অগোচর হয়েছে। আর সেই আড়াল থেকে ভেসে আসছে পাহাড়ি ঝরণার ঝংকার। হলপ করে বলতে পারি কোনও প্রকৃতি […]